Payment Methods

 

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন বিকাশের পে-বিল অপশন থেকে

ধাপ-১

প্প্রথমে আপনার বিকাশ এ্যাপ ওপেন করে পে-বিল অপশনে ট্যাপ করুন।

বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

সার্চ অপশনে রেড নেটওয়ার্ক লিখে সার্চ করে ট্যাপ করুন।

সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

যথাক্রমে আপনার সাবসক্রিপশন আইডি ও কন্টাক নাম্বার বসিয়ে পরবর্তি ধাপে যাওয়ার জন্য নিচের তীর চিহ্নটিতে ট্যাপ করুন।

পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

আপনার বিলের এ্যামাউন্টটি বসিয়ে পরবর্তি ধাপে যাওয়ার জন্য নিচের তীর চিহ্নটিতে ট্যাপ করুন।

সাবসক্রিপশন আইডি এবং পিন

ধাপ-৫

পরবর্তি ধাপে যাওয়ার জন্য নিচের তীর চিহ্নটিতে ট্যাপ করুন।

লেনদেন নিশ্চিতকরণ

ধাপ-৬

আপনার আপনার পে-বিল সম্পন্ন করার জন্য নিচের চিহ্নটিতে ট্যাপ করে ধরে রাখুন।

লেনদেন নিশ্চিতকরণ

বিল পরিশোধ করুন

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন বিকাশ সেন্ড মানি এর মাধ্যমে

ধাপ-১

প্রথমে আপনার বিকাশ এ্যাপ ওপেন করে **সেন্ড মানি** তে ট্যাপ করুন।

বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

রেড নেটওয়ার্কের বিকাশ সেন্ড মানি নাম্বার **০১৭৩০-৮৮০৫৮২** টাইপ করুন।
**ট্যাপ টু কন্টিনিউ** তে ট্যাপ করুন।

সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

আপনার বিলের **এ্যামাউন্ট**টি বসিয়ে নিচের **তীর চিহ্ন**টিতে ট্যাপ করুন।

পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

**রেফারেন্স** ফিল্ডে **সাবসক্রিপশন আইডি** টাইপ করুন।
এরপর **পিন নাম্বার** বসিয়ে **তীর চিহ্ন** ট্যাপ করুন।

সাবসক্রিপশন আইডি এবং পিন

ধাপ-৫

সেন্ড মানি সম্পন্ন করতে **নিচের চিহ্ন**টিতে **ট্যাপ করে ধরে রাখুন**।

লেনদেন নিশ্চিতকরণ

বিল পরিশোধ করুন

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন বিকাশ পেমেন্ট এর মাধ্যমে

ধাপ-১

প্রথমে আপনার বিকাশ এ্যাপ ওপেন করে মেক পেমেন্টে ট্যাপ করুন। বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

রেড নেটওয়ার্কের বিকাশ পেমেন্ট নাম্বার ০১৭০৭-০৮০২৪০ টাইপ করুন। পরবর্তি ধাপে যাওয়ার জন্য কনফার্ম পেমেন্টে ট্যাপ করুন। সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

আপনার বিলের এ্যামাউন্টটি বসিয়ে পরবর্তি ধাপে যাওয়ার জন্য নিচের তীর চিহ্নটিতে ট্যাপ করুন। পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

রেফারেন্সে আপনার সাবসক্রিশন আইডি টাইপ করুন। এরপর, আপনার পিন নাম্বারটি বসিয়ে পরবর্তি ধাপে যাওয়ার জন্য নিচের তীর চিহ্নটিতে ট্যাপ করুন। সাবসক্রিপশন আইডি এবং পিন

ধাপ-৫

আপনার পেমেন্টটি সম্পন্ন করার জন্য নিচের চিহ্নটিতে ট্যাপ করে ধরে রাখুন। লেনদেন নিশ্চিতকরণ
বিল পরিশোধ করুন

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন নগদ এর মার্চেন্ট পে এর মাধ্যমে

ধাপ-১

প্রথমে আপনার নগদ এ্যাপ ওপেন করে মার্চেন্ট পে অপশনে ট্যাপ করুন।। বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

রেড নেটওয়ার্কের নগদ মার্চেন্ট পে নাম্বার ০১৭০৭-০৮০২৪০ টাইপ করুন। পরবর্তি ধাপে যাওয়ার জন্য তীর চিহ্নটিতে ট্যাপ করুন। সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

আপনার বিলের এ্যামাউন্টটি বসিয়ে পরবর্তি ধাপে যাওয়ার জন্য নিচের নেক্সট বাটনটিতে ট্যাপ করুন পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

রেফারেন্সে আপনার সাবসক্রিপশন আইডি ও নিচে আপনার পিন নাম্বার দিয়ে নেক্সট বাটনটিতে ট্যাপ করুন। সাবসক্রিপশন আইডি এবং পিন

ধাপ-৫

আপনার মার্চেন্ট পে সম্পন্ন করার জন্য নিচের চিহ্নটিতে ট্যাপ করে ধরে রাখুন। লেনদেন নিশ্চিতকরণ
বিল পরিশোধ করুন

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন রকেট এর বিল-পে এর মাধ্যমে

ধাপ-১

প্রথমে আপনার রকেট এ্যাপ ওপেন করে বিল পে অপশনে ট্যাপ করুন। বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

রসার্চ অপশনে রেড নেটওয়ার্ক লিখে সার্চ করে ট্যাপ করুন। সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

বিল নং এ আপনার সাবসক্রিপশন আইডি ও এ্যামাউন্টে আপনার বিলের এ্যামাউন্ট বসিয়ে পরবর্তি ধাপে যাওয়ার জন্য নিচের সাবমিট বাটনে ট্যাপ করুন। পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

আপনার বিল পে সম্পন্ন করার জন্য আপনার পিন দিয়ে নিচের চিহ্নটিতে ট্যাপ করে ধরে রাখুন। সাবসক্রিপশন আইডি এবং পিন
বিল পরিশোধ করুন

15, KDA Avenue, Dr. Rahim Plaza (2nd floor), Khulna

11, Deben Babu Lane, Khulna