Payment Methods

 

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন বিকাশের পে-বিল অপশন থেকে

ধাপ-১

প্রথমে আপনার বিকাশ অ্যাপ ওপেন করে Pay Bill (পে-বিল) অপশনে ট্যাপ করুন।

বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

সার্চ অপশনে রেড নেটওয়ার্ক লিখে সার্চ করে ট্যাপ করুন।

সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

যথাক্রমে আপনার Subscription ID এবং Contact Number দিয়ে পরবর্তী ধাপে যেতে নিচের তীর চিহ্নে ট্যাপ করুন।

পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

আপনার বিলের Amount (পরিমাণ) লিখে আবারও তীর চিহ্নে ট্যাপ করুন।

সাবসক্রিপশন আইডি এবং পিন

ধাপ-৫

পেমেন্ট সম্পন্ন করতে, নিচের চিহ্নে ট্যাপ করে ধরে রাখুন।

লেনদেন নিশ্চিতকরণ

ধাপ-৬

আপনার আপনার পে-বিল সম্পন্ন করার জন্য নিচের চিহ্নটিতে ট্যাপ করে ধরে রাখুন।

লেনদেন নিশ্চিতকরণ

বিল পরিশোধ করুন

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন বিকাশ সেন্ড মানি এর মাধ্যমে

ধাপ-১

প্রথমে আপনার বিকাশ অ্যাপ ওপেন করে সেন্ড মানি-তে ট্যাপ করুন।

বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

রেড নেটওয়ার্কের বিকাশ সেন্ড মানি নাম্বার ০১৭৩০-৮৮০৫৮২ টাইপ করুন।
Tap to Continue-এ ট্যাপ করুন।

সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

আপনার বিলের অ্যামাউন্ট লিখে নিচের তীর চিহ্নে ট্যাপ করুন।

পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

রেফারেন্স ফিল্ডে আপনার সাবস্ক্রিপশন আইডি টাইপ করুন।
এরপর পিন নম্বর লিখে তীর চিহ্নে ট্যাপ করুন।

সাবসক্রিপশন আইডি এবং পিন

ধাপ-৫

সেন্ড মানি সম্পন্ন করতে নিচের চিহ্নে ট্যাপ করে ধরে রাখুন

লেনদেন নিশ্চিতকরণ

বিল পরিশোধ করুন

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন বিকাশ পেমেন্ট এর মাধ্যমে

ধাপ-১

প্রথমে আপনার বিকাশ অ্যাপ ওপেন করে Make Payment (মেক পেমেন্ট)-এ ট্যাপ করুন।

বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

রেড নেটওয়ার্কের বিকাশ পেমেন্ট নাম্বার ০১৭০৭-০৮০২৪০ টাইপ করুন।
Confirm Payment (কনফার্ম পেমেন্ট)-এ ট্যাপ করে পরবর্তী ধাপে যান।

সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

আপনার বিলের অ্যামাউন্ট লিখে, পরবর্তী ধাপে যেতে তীর চিহ্নে ট্যাপ করুন।

পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

রেফারেন্স ফিল্ডে আপনার সাবস্ক্রিপশন আইডি টাইপ করুন।
এরপর আপনার পিন নম্বর বসিয়ে তীর চিহ্নে ট্যাপ করুন।

সাবসক্রিপশন আইডি এবং পিন

ধাপ-৫

আপনার পেমেন্ট সম্পন্ন করতে, নিচের চিহ্নে ট্যাপ করে ধরে রাখুন

লেনদেন নিশ্চিতকরণ

বিল পরিশোধ করুন

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন নগদ এর মার্চেন্ট পে এর মাধ্যমে

ধাপ-১

প্রথমে আপনার নগদ অ্যাপ ওপেন করে Merchant Pay (মার্চেন্ট পে) অপশনে ট্যাপ করুন।

বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

রেড নেটওয়ার্কের নগদ মার্চেন্ট পে নাম্বার ০১৭০৭-০৮০২৪০ টাইপ করুন।
পরবর্তী ধাপে যাওয়ার জন্য তীর চিহ্নে ট্যাপ করুন।

সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

আপনার বিলের অ্যামাউন্ট বসিয়ে, পরবর্তী ধাপে যাওয়ার জন্য নিচের Next (নেক্সট) বাটনে ট্যাপ করুন।

পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

রেফারেন্স ফিল্ডে আপনার সাবস্ক্রিপশন আইডি এবং নিচে আপনার পিন নম্বর লিখে Next (নেক্সট) বাটনে ট্যাপ করুন।

সাবসক্রিপশন আইডি এবং পিন

ধাপ-৫

আপনার Merchant Pay সম্পন্ন করতে, নিচের চিহ্নে ট্যাপ করে ধরে রাখুন

লেনদেন নিশ্চিতকরণ

বিল পরিশোধ করুন

রেড নেটওয়ার্ক – বিল পরিশোধ করুন রকেট এর বিল-পে এর মাধ্যমে

ধাপ-১

প্রথমে আপনার রকেট অ্যাপ ওপেন করে Bill Pay (বিল পে) অপশনে ট্যাপ করুন।

বিকাশ অ্যাপ ওপেন

ধাপ-২

সার্চ অপশনে “Red Network” লিখে সার্চ করে অপশনটিতে ট্যাপ করুন।

সেন্ড মানি নাম্বার

ধাপ-৩

Bill No (বিল নম্বরে) আপনার সাবস্ক্রিপশন আইডি এবং Amount (এ্যামাউন্ট) ফিল্ডে আপনার বিলের পরিমাণ লিখে, পরবর্তী ধাপে যেতে Submit (সাবমিট) বাটনে ট্যাপ করুন।

পরিমাণ প্রবেশ করান

ধাপ-৪

আপনার PIN দিয়ে, নিচের চিহ্নে ট্যাপ করে ধরে রাখুন – আপনার বিল পেমেন্ট সম্পন্ন হবে।

সাবসক্রিপশন আইডি এবং পিন

বিল পরিশোধ করুন

15, KDA Avenue, Dr. Rahim Plaza (2nd floor), Khulna

11, Deben Babu Lane, Khulna